ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আমাদের বিয়ে ৪০/৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যায় : সারজিস আলম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের বিয়ে ৪০/৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যায় : সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

বিয়েতে বিশাল অর্থ ব্যয় না করেও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব—এমনই বার্তা দিয়েছেন নাগরিক কমিটির ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সম্প্রতি সাংবাদিক নিকলের সঙ্গে এক টকশোতে তিনি বলেন, "অনেকেই মনে করেন, বিয়ে করতে কয়েক লাখ টাকা খরচ করা বাধ্যতামূলক। কিন্তু আমাদের বিয়ে ৪০/৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যায়। 

তিনি আরও জানান, তার বিয়ের কেনাকাটা ঢাকার এলিফ্যান্ট রোড থেকে করা হয়েছে এবং দুই পরিবারের মাত্র ৪০ জন সদস্যের উপস্থিতিতে মসজিদে সম্পন্ন হয়েছে। আর মধ্যবিত্ত হলেও তি্নি আরও জানান 'আমাদের দুই পরিবারের এমন সামর্থ্য আছে যেখানে আমরা চাইলে দুই থেকে চার লাখ টাকা বিয়ের জন্য খরচ করতে , আমাদের বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না, যাদের এরকম মনে হয় যে আমরা টাকা কামাই করেছি বলে বিয়ে করেছি বিষয়টা একদমই তা না, এরকম একটা ছোটখাটো বিয়ে করার জন্য  আমার নিজের পরিবারের টাকাই যথেষ্ট।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন, সারজিস আলমের মতো দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=xQuFcGwHji0&ab_channel=JamunaTV

জাফরান

×