![যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা কর আজ থেকেই হচ্ছে কার্যকর যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা কর আজ থেকেই হচ্ছে কার্যকর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/20-1-2502101016.jpg)
ছবি: সংগৃহীত
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আবারও তীব্র হওয়ার কারণে চীন আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক কার্যকর করতে যাচ্ছে।
এর আগে, যুক্তরাষ্ট্র সব ধরনের চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে গত ৪ ফেব্রুয়ারি চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানায়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানান তিনি যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আজ সোমবার আসতে পারে।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে নির্দিষ্ট করে বলেননি কোন দেশগুলো তার লক্ষ্যে রয়েছে।
এর আগে, চীন যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল। পাশাপাশি, আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়।
এছাড়াও চীন ২৫ ধরনের বিরল ধাতুর ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা বৈদ্যুতিক পণ্য ও সামরিক সরঞ্জামের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
সম্প্রতি, চীন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে অ্যান্টি-মোনোপলি তদন্ত শুরু করেছে। পাশাপাশি, মার্কিন মালিকানাধীন ডিজাইনার ব্র্যান্ড কালভিন ক্লেইন ও টমি হিলফিগারের মালিক প্রতিষ্ঠান পিভিএইচ-কে ‘অবিশ্বাসযোগ্য সংস্থা’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, ট্রাম্পে প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেও শুল্কনীতি কড়াকড়ি করেছিলেন, তবে পরে কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ কিছু দেশকে শুল্কমুক্ত কোটা সুবিধা দেন।
নতুন শুল্ক পরিকল্পনায় কোন দেশগুলো ছাড় পাবে, তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্পের লক্ষ্য তার নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, যেখানে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্য দেশগুলো যদি শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রও সমপরিমাণ শুল্ক আরোপ করবে।
তিনি দাবি করে আসছেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর বেশি শুল্ক আরোপ করছে, যা বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক ।
সূত্র: বিবিসি বাংলা
ইসরাত জাহান