ছবি: সংগৃহীত।
আলেম সমাজের মুক্তির বিষয়ে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছেন আসিফ সৈকত।
বর্তমানে আলেমদের ওপর যে জুলুম করা হচ্ছে, তা তুলে ধরে সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেছেন আসিফ সৈকত। আজ, ১০ ফেব্রুয়ারি, আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেইজে হেফাজত ও আলেম সমাজ নিয়ে একটি পোস্ট করেন। পোস্টটির মূল বক্তব্য নিচে হুবহু তুলে ধরা হলো:
"বিনা বিচারে বহু আলেম এখনও জেলে বন্দী। বহুজনকে আদালত নিরপরাধ ঘোষণার পরও মুক্তি মিলছে না।
তাদের বন্দী করে রাখা হয়েছে হেফাজত সহ আলেম সম্প্রদায়ের সাথে নেগোসিয়েশনের তুরুপের তাস হিসাবে ।
প্ল্যান মূলত পার্শ্ববর্তী দেশের।
আলেম সমাজের মুক্তির বিষয়ে আওয়াজ তুলুন।"
নুসরাত