![আওয়ামী লীগ বাংলাদেশকে যে অবস্থায় রেখে গিয়েছিল, তাতে এখন দুর্ভিক্ষ হবার কথা: ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ বাংলাদেশকে যে অবস্থায় রেখে গিয়েছিল, তাতে এখন দুর্ভিক্ষ হবার কথা: ব্যারিস্টার ফুয়াদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/15-2502091934.jpg)
ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে গিয়েছিল, তাতে দেশে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার আন্তরিক চেষ্টা করছে। যদিও প্রশাসনের একটি অংশ অতিমাত্রায় রাজনীতিকরণ হওয়ায় কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তবে সার্বিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে।”
ব্যারিস্টার ফুয়াদ জানান, “গত ছয় মাসে বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার হয়নি, রেমিটেন্স প্রবাহ বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে বাড়ছে। এসব লক্ষণ অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি, বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে, যা সামগ্রিকভাবে দেশের জন্য ইতিবাচক।”
তিনি আরও আশাবাদ প্রকাশ করে বলেন, “প্রফেসর ইউনূসের নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার হলে দেশ আরও এগিয়ে যাবে।”
আগামী নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। পুরনো ধাঁচের রাজনীতি বিলুপ্তির পথে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, তবে এটি সকল অংশীজনের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতায় বিএনপির ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত। তবে গণতন্ত্র সুসংহত করতে একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।”
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই দলকে পুনর্বাসনের প্রচেষ্টা সফল হবে না। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং আগামী দিনে বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হবে।”
ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ভারতের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। আওয়ামী লীগকে পুনর্বাসনের কৌশল আর কার্যকর হবে না। বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে সম্মান জানানো উচিত।”
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারায় এবি পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/LJBpnJgMW9w?si=uoi9232kBK7phkR-
এম.কে.