![আ. লীগ নেতাদের জন্য খুলল না লন্ডন হাইকমিশনের গেট, সরিয়ে দিল পুলিশ আ. লীগ নেতাদের জন্য খুলল না লন্ডন হাইকমিশনের গেট, সরিয়ে দিল পুলিশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৪-1-2502091915.jpg)
ছবি : সংগৃহীত
আওয়ামী নেতাদের লন্ডন দূতাবাসের প্রবেশপথ অবরুদ্ধ না করার নির্দেশনা দিয়েছে লন্ডনের নিরাপত্তা বাহিনী। তারা চিঠি হস্তান্তর করতে চাইলে দ্রুত তা সম্পন্ন করতে বলা হয়েছে।
তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘটনাস্থলে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আপনারা এখানে অবস্থান নিতে পারেন না, প্রবেশপথ ব্লক করা যাবে না। চিঠি হস্তান্তর করতে চাইলে দ্রুত করুন, নইলে এখান থেকে সরে যান।”
তিনি আরও বলেন, “দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তারা দরজা খুলবে না। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—চিঠি হস্তান্তর করবেন নাকি চলে যাবেন। তবে যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় প্রবেশপথে বাধা সৃষ্টি করা যাবে না।”
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে ছয়জন থাকার অনুমতি থাকলেও সেখানে প্রায় ১০ জন উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাড়তি লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, “আমরা চাই না কোনো বিশৃঙ্খলা হোক। মানুষকে নির্বিঘ্নে প্রবেশের সুযোগ দিতে হবে। সুতরাং, আপনারা সবাই একসঙ্গে এখানে দাঁড়াতে পারবেন না।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী বারবার অনুরোধ জানায়, যেন কেউ দূতাবাসের প্রবেশপথে বাধা সৃষ্টি না করে এবং নিয়ম মেনে চলাচল নিশ্চিত করা হয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=2zhmU4b9PEY
মো. মহিউদ্দিন