ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকার: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকার: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছে।

তিনি জানান, এবি পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলেও তারা কোনো যুগপৎ জোটে যোগ দেয়নি, বরং স্বতন্ত্রভাবে তাদের আন্দোলন চালিয়ে গেছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশকে যে সংকটের মধ্যে রেখেছে, তা ইতিহাসে বিরল। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়েও রাষ্ট্রের কাঠামো এতটা দুর্বল হয়ে পড়েনি। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি নেই। দেশের অর্থনীতি শূন্যের কোঠায় পৌঁছেছে, সরকারি কোষাগারে বেতন দেওয়ার মতো অর্থ নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মাথাপিছু আয় ৩,০০০ ডলার বলা হলেও প্রকৃতপক্ষে তা ১,৫০০ থেকে ১,৬০০ ডলার হতে পারে। দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জনগণকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং অন্যান্য সংস্থার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক বছরে দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হয়েছে। প্রতিবছর গড়ে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ভিডিও দেখুন: https://youtu.be/LJBpnJgMW9w?si=uoi9232kBK7phkR-

এম.কে.

আরো পড়ুন  

×