![শত্রুকে ধ্বংস না করলে সে আপনাকে ধ্বংস করবে, আ. লীগকে ইঙ্গিত করে যা বললেন মেহেদি শত্রুকে ধ্বংস না করলে সে আপনাকে ধ্বংস করবে, আ. লীগকে ইঙ্গিত করে যা বললেন মেহেদি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৭-7-2502091856.jpg)
ছবি: সংগৃহীত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচিত অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান একটি ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, "ভয়ংকর বর্বর শত্রু পরাজিত হওয়ার পর অনুতপ্ত হলে ক্ষমা করা যায়। কিন্তু অনুতপ্ত না হয়ে যদি উল্টো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন তাকে ধ্বংস করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। তাকে ধ্বংস করতে ব্যর্থ হলে সে আপনাকে ধ্বংস করবে।"
তিনি আজ (০৯ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।
সায়মা ইসলাম