ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না: জামায়াত আমির

প্রকাশিত: ০০:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না। আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আগাতে চাই।"

তিনি আরো বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাধীনতার পর কখনো কখনো ভালো, কখনো খারাপ হয়েছে। তবে কখনোই তা অত্যন্ত ভালো ছিল না, এবং ভবিষ্যতেও তা হবে না, যতক্ষণ না রাজনৈতিক নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নেন। যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে, তখন কেবল আইনশৃঙ্খলা নয়, দেশের সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, "যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত। এভাবে গুলি করার অধিকার কারোর নেই। প্রতিবাদ করতে হলে তা করা উচিত, তবে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থির পরিস্থিতি কখনোই সমর্থন করব না।"

সমাজে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, "দেশের ১৮ কোটি মানুষ এখন 'ডেভিল হান্ট'-এ নেমেছেন। তবে, সত্যিকার ডেভিলদের হান্ট করা হলে, আমরা তাদের জন্য দোয়া করব।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা যাদের প্রার্থী নির্বাচন করেছি, তারা আমাদের প্রাথমিক সিলেকশন। আসন্ন নির্বাচনের সময় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখনই তাদেরকে বিভিন্ন আসনে মনোনয়ন দেওয়া হবে, এবং তারা আমাদের চূড়ান্ত প্রার্থী হবেন।"

সূত্র: https://www.youtube.com/watch?v=4fjT9xR3Gj0

নুসরাত

×