ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

নায়িকাদের ভিডিও কল করে উত্যক্ত করতেন মোজাম্মেল হক

প্রকাশিত: ০০:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নায়িকাদের ভিডিও কল করে উত্যক্ত করতেন মোজাম্মেল হক

ছবি: সংগৃহীত।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কলে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর দাবি, মোজাম্মেল হক তাকে একাধিকবার ভিডিও কলে বিরক্ত করতেন এবং আপত্তিকর মন্তব্য করতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলোরা গহর জানান, একবার মোজাম্মেল হক তাকে ভিডিও কলে ফোন করলে তিনি ক্যামেরা ঘুরিয়ে বঙ্গবন্ধুর ছবি দেখান। তখন সাবেক মন্ত্রী তাকে বারবার দেখানোর জন্য জোর করতে থাকেন এবং অশোভন মন্তব্য করেন। এ সময় ইলোরা গহর তাকে পাল্টা জিজ্ঞেস করেন, "আপনি তো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তাই আপনাকে আব্বার (বঙ্গবন্ধু) ছবি দেখালাম।" জবাবে মোজাম্মেল হক জানান, তিনি লন্ডন থেকে ফোন করছেন।

অভিনেত্রী আরও বলেন, তিনি দেশের স্বার্থে মোজাম্মেল হকের প্রস্তাবে সাড়া দেননি। তবে ইঙ্গিত দিয়ে বলেন, "তখন যদি আমি একটু গল্প করতাম, তাহলে আমিও কোটিপতি হয়ে যেতাম।"

শুধু অভিনেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগই নয়, মোজাম্মেল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস দেওয়াল-এর ৮৫-৮৬ পৃষ্ঠায় তার নামে একটি বর্ণনা পাওয়া যায়, যেখানে নববিবাহিত এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীকে হত্যা ও স্ত্রীকে ধর্ষণের পর লাশ ফেলে দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

অভিযোগ রয়েছে, একাত্তরের পরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট পদে থেকে তিনি দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন।

সূত্র: https://www.youtube.com/watch?v=eXgW9f80LZ4

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×