ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পুলিশে যোগাযোগ করতে চাচ্ছেন বেনজীর ? যা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশে যোগাযোগ করতে চাচ্ছেন বেনজীর ? যা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সম্প্রতি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে। এ অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশে যোগাযোগ করতে চাচ্ছেন বেনজীর আহমেদ? এ প্রশ্নের উত্তরে সিনিয়র সচিব বলেন কাদের সাথে উনি যোগাযোগ করার চেষ্টা করছেন আমরা সব বিষয়ে নজরে রাখছি।

এদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি একটি ভার্চুয়াল সভায় তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি আওয়ামী লীগের নেতাদের সংগঠিত হওয়ার পর পুলিশ তাদের পাশে থাকবে বলে উল্লেখ করেন। 

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের এই বক্তব্য পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে ক্ষুণ্ন করেছে এবং এটি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের সামিল। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ প্রসঙ্গে বলেন, "আমরা আইন অনুযায়ী সবকিছু পর্যবেক্ষণ করছি। দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।" 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=h695YriTRRg&ab_channel=Channel24

জাফরান

×