![“অপারেশন ডেভিল হান্ট “অপারেশন ডেভিল হান্ট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-61-2502090602.jpg)
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের পুত্র এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী সম্প্রতি তার ফেসবুক পেজে একটি পোস্টে "অপারেশন ডেভিল হান্ট" এর শতভাগ সফলতার জন্য দোয়া করেছেন। তিনি লেখেন, "নামটা কে ঠিক করেছে জানিনা। আমার খুবই পছন্দ হয়েছে। তবে, 'ডেভিল লীগ হান্ট' বা 'লীগ হান্ট' হলে আরো ভালো হতো। 'লীগশূন্য বাংলাদেশ, শান্তির বাংলাদেশ' - এখন থেকে এটাই হোক আমাদের সবার স্লোগান। সাবাশ বাংলাদেশ।"
"অপারেশন ডেভিল হান্ট" নামে সাম্প্রতিক একটি অভিযান শুরু হয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে,যার মূল লক্ষ্য দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনা। বিশেষত, গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ ফেব্রুয়ারি গাজীপুরে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় ছাত্র ও সাধারণ জনগণ আক্রান্ত হন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী এই হামলার মূল পরিকল্পনাকারী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন, যার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি ঘটে।
এই পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি 'অপারেশন ডেভিল হান্ট' চালু করা হয়।
আফরোজা