ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

ওবায়দুল কাদেরের ভবিষ্যদ্বাণী নিয়ে মন্তব্য নাছিরের

প্রকাশিত: ১১:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ওবায়দুল কাদেরের ভবিষ্যদ্বাণী নিয়ে মন্তব্য নাছিরের

সম্প্রতি আওয়ামী লীগ এমপি,মন্ত্রী, এবং নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এক গণমাধ্যমে টকশোতে বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে একাধিকবার এমন বলেছেন যে, যদি আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা থেকে চলে যায়, তবে তিন লাখ থেকে পাঁচ লাখ লোক মারা যেতে পারে। কিন্তু বাস্তবে আজকের দিন পর্যন্ত আমরা এমন ঘটনার মুখোমুখি হইনি। বরং গণঅভ্যুত্থানের পাঁচ মাস পরও সরকার নিজ অবস্থানে রয়েছে।"


তিনি আরও বলেন, “আমরা জানি, গত জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে অসংখ্য মানুষ নিহত হয়েছে, কিন্তু তার বিপরীতে কোনও বিচার হয়নি। আওয়ামী লীগের নেতাদের বিচার এখন সময়ের দাবি। খুনি হাসিনা এবং তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে।”
নাছির বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোষররা এখনো সক্রিয়। তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। ছাত্রদল নিয়মিত কর্মসূচি গ্রহণ করছে এবং সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছে।"
নাছির আরও বলেন, "এখনকার সরকার যে খুব দ্রুত নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, তা সঠিক। তবে, আমাদের আশা, এটি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে।"

"ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেন পরিস্থিতি বুঝে তাদের ভূমিকা রাখে, তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তবে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, তাদের বিচার নিশ্চিত করতে হবে," বললেন নাছির।
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের প্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশ্বাস করি, এটি সমাজে শান্তিপূর্ণ সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে বলে নাছির মন্তব্য করেন।

সূত্র:https://tinyurl.com/hv275h26 

 

আফরোজা

আরো পড়ুন  

×