![পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-82-2502090431.jpg)
ছবিঃ সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ 'মব জাস্টিস' বা গণবিচারের শিকার হচ্ছে, যেখানে পুরো শেখ পরিবার মিলে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, "৪০টি ব্যাংক লুটপাট করে রেড জোনে নিয়ে গেছে, বছরে বছরে টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে ।"পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে তিনি বলেন।
ব্যারিস্টার ফুয়াদ আরও উল্লেখ করেন, "আমরা আগেও বিচারহীনতার মধ্যে ছিলাম, বিষয়টা এমন না যে আমরা আগে সুইজারল্যান্ড ছিলাম, আর গত ছয় মাসে উগান্ডা হয়ে গেছি; বাস্তবতা একদম মোটেও না।"
তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আওয়ামী লীগ স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে এই রাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে গেছে ।"
ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=R_Gb9U3AiSs&ab_channel=SATV
জাফরান