![ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-81-2502090357.jpg)
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, "ধর্ম যার যার, বাংলাদেশ সবার।"
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ১৫ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা আমাদের এ দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এ দেশের নাগরিক।"
ডা. শফিকুর রহমান তার দলের নেতাকর্মীদের সততা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক, বৈষম্যবিরোধী দেশ গড়তে চায়।"
জামায়াত আমিরের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই বক্তব্য দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাফরান