ছবিঃ মুদ্দাসসির চৌধুরী (সংগৃহীত)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুদাসির চৌধুরী সম্প্রতি একটি টকশোতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় আশ্রয় নিয়ে তার মতামত প্রকাশ করেন।
তাহমিদ আল মুদাসির চৌধুরী উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার নিরঙ্কুশভাবে কারো সহযোগিতা পায়নি। ফলে, প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার ইচ্ছা থাকলেও তারা তা নিতে সক্ষম হয়নি। তার মতে, এই সীমাবদ্ধতা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করেছে।
তিনি আরও বলেন, "পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত এখনো রেখেছে।" তার প্রশ্ন, ভারত কেন এখনো শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং এ বিষয়ে জবাবদিহি করছে না। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছেন।
তাহমিদ আল মুদাসির চৌধুরী তার বক্তব্যে এই বিষয়গুলো তুলে ধরে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
জাফরান