![অপারেশন ডেভিল হান্ট শুরুর দিনে শেরপুরে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট শুরুর দিনে শেরপুরে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/19-2502090027.jpg)
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা
অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিন শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। গাজীপুরসহ সারা দেশে শুরু হয়েছে এই অভিযান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঝিনাইগাতি থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর ঝিনাইগাতী থানার এটি প্রথম অভিযান ছিল।
শহীদ