![সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১৫-2502081744.jpg)
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা শাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সজীব সরকারকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সংগঠনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮৪ সদস্যের এই কমিটিতে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন, যারা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
কমিটির মেয়াদ ৬ মাস বলে ঘোষণা করা হয়েছে।
মো. মহিউদ্দিন