ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

৭ দিনের মধ্যে আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে: রাশেদ খান

প্রকাশিত: ২৩:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

৭ দিনের মধ্যে আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে: রাশেদ খান

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন আগামী সাতদিনের মধ্যে স্থগিত করতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, গাজীপুরে আওয়ামী লীগ কিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কুপিয়েছে? আওয়ামী লীগকে যদি আপনারা (সরকার) ঠিকঠাক মতো ভ্যাকসিন না দিতে পারেন তাহলে কিন্তু কেউ রক্ষা পাবেন না। 

তিনি বলেন, একটি অভিশপ্ত দল আওয়ামী লীগ। দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। জনগণের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আপনারা। রাষ্ট্র সংস্কার করতে চাইলে গ্রামে আসেন, এসি রুমে বসে রাষ্ট্র সংস্কার করা যাবে না।

রাশেদ খান বলেন, এখনও শেখ পরিবারের প্রেতাত্মারা গ্রেপ্তার হয়নি। আওয়ামী লীগ রয়েছে সচিবালয়ে, পুলিশে, র‌্যাব ও বিজিবিতে। কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। পুলিশের ৮০ শতাংশ আওয়ামী লীগের ও ছাত্র লীগের। তাহলে এই ২০ শতাংশ পুলিশ নিয়ে কী রাষ্ট্র সংস্কার করতে পারবেন? পারবেন না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অন্তর্বতী সরকারের উদ্দেশে আরও বলেন, রাষ্ট্র সংস্কারের নামে আপনারা আজকে কিংস পার্টি গঠন করতে পায়তারা করছেন। রাষ্ট্র সংস্কারের নামে ভাঁওতাবাজি শুরু করেছেন। আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শতাধিক পণ্যের ওপরে ভ্যাট বৃদ্ধি রাষ্ট্র সংস্কার হতে পারে না।

সজিব

×