ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান

বিএনপি ক্ষমতায় গেলে দেশকে সমৃদ্ধশালী করা হবে

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে দেশকে সমৃদ্ধশালী করা হবে

ছবি : জনকণ্ঠ

এই দেশকে সমৃদ্ধশালী করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা এদেশের জনগণের সামনে তুলে ধরেছেন। বর্তমান অন্তবর্তী সরকারের এই সংস্কার কর্মসূচী বিএনপি’র ৩১ দফা কর্মসূচীর মধ্যে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল সংস্কার কর্মসূচী বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

তিনি শনিবার (৮ ফেব্রয়ারী) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী উপজেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, বর্তমান সরকার জানিয়েছেন সংস্কার শেষ করে এছরের শেষে জাতীয় নির্বাচন দেয়া হবে। এখন আবার কেউ কেউ, কোন দলের দুই এক নেতা সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না বলছেন। যারা একথা বলে তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি’র ৩১ দফা কর্মসূচীর মধ্যে বর্তমান সরকার ড. মুহাম্মদ ইউনূস এর সংস্কারের কিছু কর্মসূচী রয়েছে। বিএনপি’র ৩১দফা কর্মসূচীর বাইরে আরো অনেক কর্মসূচী রয়েছে। এ বছরের শেষে নির্বাচন দিতে কোন ধরনের সমস্যা নেই কারণ বর্তমান সরকার, ড. মুহাম্মদ ইউনূস এর পাশে বিএনপি সহ দেশের জনগণ রয়েছে। তাই এই বছরের শেষে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সংস্কার করে এদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে পারবে।

সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন তিনি তার বক্তব্যে বলেন, বিগত ভোট বিহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। শুধু তাই নয়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যমে এদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। সেই সাথে ভোট বিহীন সরকার হাসিনা দেশে থেকে পালিয়েছে। তবে এ দেশে এখনো, কিছু সেই ফ্যাসিস্ট আওয়ামী প্রেত্মাতা রয়ে গেছে। তাই তিনি বিএনপিসহ এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সর্তক থাকতে বলেন।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার সহ আহতদের পাশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাদেরকে সার্বিক ভাবে সহযোগীতা করছি ও পাশে রয়েছি। তারা সহ এদেশের জনগনের পাশেও বিএনপি রয়েছে। আগামী নির্বাচনে সকলকে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করার আহবান জানান।

ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য দেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন, মধুপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, মধুপুর পৌর বিএনপি’র সহসভাপতি খন্দকার আনোয়ারা পারভীন লিলিসহ অন্যান্য অতিথিবৃন্দ।  

সমাবেশে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার পৌর বিএনপিসহ প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
 
 

হাফিজুর রহমান/মো. মহিউদ্দিন

×