ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আসাদুজ্জামান রিপন

ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ঠিকই প্রতিদান দিচ্ছে ভারত!

প্রকাশিত: ২১:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ঠিকই প্রতিদান দিচ্ছে ভারত!

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ঠিকই প্রতিদান দিচ্ছে ভারত।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এক টক-শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার কথার সূত্র ধরে তিনি বলেন, ভারত মনে রাখছে এটা সত্য। ভারত মনে রাখছে এটার প্রমাণ হচ্ছে ভারত ভিসাবিহীন, পাসপোর্টবিহীন একটা মানুষকে তার দেশে আশ্রয় দিয়েছে। পতিত স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা, তিনি তার নিজের দেশের বিরুদ্ধে অস্থিতিশীল করার মতো কাজ করছেন। দেশে হানাহানি আবর ছড়িয়ে দিচ্ছেন তিনি। তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই যে তিনি কাজটা ভুল করেছেন।

আসাদুজ্জামান রিপন বলেন, তার বক্তব্য কিছুটা অনলাইনে দেখেছি, ঠিক অতীতের মতই আমি এটা করেছি, আমার বাবা ওটা করেছেন, আমি এবং আমার বাবার বাইরে কিছুই ছিলনা। উনার বক্তব্য জনগণ গ্রহণ করেনি বলেই তো গণঅভ্যুত্থান হয়েছে। 

শিহাব

×