ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

নির্বাচিত সরকারের মাধ্যমেই এদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে: সেলিম

কাশিয়ানী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচিত সরকারের মাধ্যমেই এদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে: সেলিম

ছবি: প্রতিনিধি

বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে। শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই এ দেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাশিয়ানী সদর বিএনপি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাটিয়াপাড়া খাদ্যগুদামের সামনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন কাশিয়ানী সদর বিএনপির সভাপতি ইকরামুল কবির রিয়েল এবং সঞ্চালনা করেন কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরু মৃধা, গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, সদস্য সচিব মিলন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক অপু।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “গত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আগামী বাংলাদেশ হবে শোষণ ও দুর্নীতিমুক্ত তারেক রহমানের বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “এই রাষ্ট্র কাঠামোর মেরামতের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কোনো মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকবেন না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”

কর্মশালায় কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কে.

×