ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আ. লীগ সরকারের আমলে আমরা মামলা-হামলার শিকার হয়েছি: মাওলানা সেলিম রেজা

নিজস্ব সংবাদদাতা,ধামরাই

প্রকাশিত: ২০:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগ সরকারের আমলে আমরা মামলা-হামলার শিকার হয়েছি: মাওলানা সেলিম রেজা

ছবি : সংগৃহীত

১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমরা মামলা-হামলার শিকার হয়েছি । এ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করছে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা সেলিম রেজা।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদগাঁ মাঠে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানার সভাপতিত্বে ঢাকা জেলা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা সেলিম রেজা।

মাওলানা সেলিম রেজা আরো বলেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে, আমরা দীর্ঘদিন স্বৈরাশাসকের অধীনে ছিলাম। হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত ছিল গুম, খুন ও হত্যা । শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। আওয়ামী লীগ, ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে লুটপাট রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন গণতন্ত্র, রাষ্ট্রীয় সরকার চায়। কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।

আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সদস্য এ্যাডভোকেট আবু হানিফ, মাওলানা কাজী আবু বক্কর ছাখারী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ প্রমুখ।


 

মোঃ সোহেল রানা/মো. মহিউদ্দিন

×