ছবি: দৈনিক জনকণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনী হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নতুন করে দেশে দাঙ্গা সৃষ্টির জন্য উষ্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন। তার উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়িসহ বিভিন্ন জেলায় হামলা ও ভাংচুর করেছে।
শনিবার দুপুরে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় পরওয়ার আরও বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনে ক্ষোভের কারণেই এখনও দেশের বিভিন্ন স্থানে হামলা-মামলা হচ্ছে। বক্তৃতায় তিনি প্রয়োজনীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীসহ ছাত্রজনতাকেও শান্ত থাকার আহ্বান জানান তিনি।
জেলা জামায়েতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন: জামায়েতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া ও সাবেক আমির মাওলানা এনামূল হক প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সম্মেলনে যুক্ত হন।
শিহাব