![জামাতের কোনো কৃতিত্ব নাই, এটা আল্লাহ তায়ালার খাস মেহেরবানি জামাতের কোনো কৃতিত্ব নাই, এটা আল্লাহ তায়ালার খাস মেহেরবানি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৯-8-2502081337.jpg)
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই জামাতের প্রতি মানুষের আশা-আকাঙ্ক্ষা বেড়েছে একইসঙ্গে গণমাধ্যমে জামায়াতের গুরুত্ব বেড়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এখানে জামাতের কোনো কৃতিত্ব নাই, এটা আল্লাহ তায়ালার খাস মেহেরবানি।
তিনি বলেন, গত ১৫ বছরে জামায়াত প্রকাশ্যে মিটিং করতে পারেনি, জনগণের কাছে যেতে পারেনি, আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে আসতে পারেনি। ফলে ৫ তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকে যে রাজনৈতিক গণতান্ত্রিক এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে নাগরিকরা তা ভোগ করছে। ফলে একইভাবে জামাতও সেই সুযোগ পেয়েছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবে হাজার হাজার শহিদের বাড়িতে শুরুতেই আমরা গিয়েছি। আমিরে জামায়াতসহ আমরা সারাদেশে সফর করেছি। বন্যায় আমরা সফর করেছি। যেখানেই আমরা গিয়েছি সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে, জনসভায় রূপান্তরিত হয়েছে। তখন আমরা আমাদের দাওয়াতের মাধ্যমে। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছি। কেমন বাংলাদেশ আমরা চাই, আমরা যে এ নতুন বাংলাদেশ বলছি এ নতুন বাংলাদেশ কেমন হবে সেই ধারণা তো আমরা জাতিকে দিতে পারি নাই। এখন আমরা তা দিতে পারছি।
তিনি বলেন, একটা সময় গণমাধ্যম জামায়াত থেকে দূরে থাকতো যে জামায়াতের কথা গণমাধ্যমে প্রকাশ করতে চাইতো না একটা বিবৃতি দিলে ভিতরে কোনায় এক কলামে দিত বা প্রকাশই করত না। এখন তারাই ইন্টারভিউ নিচ্ছে। আমরা কথা বললে কভারেজ পাচ্ছিসাধারণ মানুষ জামায়াতের লক্ষ্য উদ্দেশ্যকে, নেতৃত্বের ব্যক্তিত্ব ওজনকে সরাসরি দেখতে পারছেন আল্লাহ তায়ালার মেহেরবাণীতে। আল্লাহ তায়ালা তাদের অন্তরের কে জামায়াতের প্রতি সুভ্র করেছেন জামায়াতের আবেদন তাদের হৃদয় স্পর্শ করেছে। মানুষের অন্তরে এ ভালোবাসা দিয়েছে যে কারণে আমাদের।
তিনি আরও বলেন, মিটিংগুলোতে হাজার হাজার মানুষ হয় এটা আল্লাহর মেহেরবান। তারপরও আমাদের দুর্বলতা আছে সীমাবদ্ধতা আছে তবুও হয়তোবা আল্লাহ তায়ালার আমাদের নেতবৃন্দের ত্যাগ, তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া
শিহাব