![নির্বাচনের আগে চব্বিশের গণহত্যার বিচার আবশ্যক: জামায়াত সেক্রেটারি নির্বাচনের আগে চব্বিশের গণহত্যার বিচার আবশ্যক: জামায়াত সেক্রেটারি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৭-6-2502081315.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের চলমান আন্দোলন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আগামী ত্রয়োদশ সংষদস নির্বাচনসহ না বিষয়ে জনকন্ঠের মুমোমুখি হয়েছেন। দেশের অন্যতম রাজনৈতিক দলের এই নীতি নির্ধারক বলছেন চব্বিশের গণহত্যার বিচার শেষ হওয়ার পরেই নির্বাচন আবশ্যক। নানা ইস্যুভিত্তিক আন্দোলনে আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে।
বিএনপির সঙ্গে জামায়াতের মৌলিক কোনো দূরত্ব নেই বলেও দাবি তার। একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী।
শিহাব