![অর্থ পাচারের বসন্তকাল ছিলো আওয়ামী লীগ আমল! অর্থ পাচারের বসন্তকাল ছিলো আওয়ামী লীগ আমল!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৫-7-2502081234.jpg)
ছবিঃ সংগৃহীত
এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ, বিচার ব্যবস্থা দলীয়করণ এবং গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় আকারে অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যপক ডক্টর মাহবুব উল্লাহ। বলেছেন জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থামানো যাবেনা।
রাজনীতিতে নৈতিকতা ফিরে আসলে লাগাম টেনে ধরা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী গত দেড় দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে পুকুর চুরি করেছে বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা ব্যবসায়ীরা।
এরই প্রেক্ষাপটে রাজনীতিবিদদের জন্য আওয়ামী লীগ শাসন আমলে ব্যাপক অর্থপাচার সম্ভব হয়েছে। শীর্ষ ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, অর্থপাচারের বসন্তকাল ছিল আওয়ামী লীগ আমল।
অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ বলেন, শেখ হাসিনা বিরোধী মত দমনের পাশাপাশি উন্নয়নের নামে বিদেশী বিনিয়োগকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে।
এই অর্থনৈতিক খাতে দুর্বৃত্তায়নের জন্য দায়ীদের বিচার করা না গেলে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা থামানো যাবেনা বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। অনেকটা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর মনে করেন ডক্টর মাহবুব উল্লাহ।
শিহাব