![ছাত্র-জনতা জাগলে, জাগবে পুরো বাংলাদেশ: কিসের ইঙ্গিত দিলেন মেহেদি হাসান? ছাত্র-জনতা জাগলে, জাগবে পুরো বাংলাদেশ: কিসের ইঙ্গিত দিলেন মেহেদি হাসান?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৭-7-2502081118.jpg)
ছবি: সংগৃহীত।
আলোচিত অ্যাক্টিভিস্ট মেহেদি হাসান আজ (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, গত ছয় মাসে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এরপর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার "উস্কানিতে" ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ "সমতল" করে দেয়। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে।
মেহেদি হাসানের মতে, এসব ঘটনার পর বেশ কিছু পরিবর্তন লক্ষ করা গেছে। তিনি উল্লেখ করেন অপারেশন ডেভিল হান্ট চালু হওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার সক্রিয় হওয়া কথা। এছাড়াও সরকার দলীয় লীগ নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়া এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারা কথা।
তিনি আরও বলেন, উদ্ভূত এই পরিস্থিতির পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের বিদেশে আশ্রয়ের বিষয়ে কূটনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।
তিনি তার পোস্টে ইঙ্গিত দেন, ছাত্র-জনতা আন্দোলনে নামলে পুরো দেশ জেগে উঠবে।
সায়মা ইসলাম