![ফ্যাসিবাদী শাসনের জন্য আওয়ামী লীগের প্রত্যেকের শাস্তি চাইলেন মাসুদ কামাল ফ্যাসিবাদী শাসনের জন্য আওয়ামী লীগের প্রত্যেকের শাস্তি চাইলেন মাসুদ কামাল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-44-2502080959.jpg)
সংগৃহীত
আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে কড়া মন্তব্য করেছেন মাসুদ কামাল। তার মতে, গত ১৭-১৮ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশে যে সন্ত্রাস, দমননীতি ও ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়েছে, তার জন্য দায়ী প্রত্যেককে শাস্তির আওতায় আনা উচিত।
রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মতামত জানতে চাইলে মাসুদ কামাল বলেন,“আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়,কতগুলি জিনিস আমি যেভাবে দেখি আর কি,যে ঘটনাগুলো ঘটেছে গত ১৭ বছর, ১৮ বছর ধরে,শেখ হাসিনার নেতৃত্বে যে গভমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারাদেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ,যে অপকর্ম করেছে,যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের,প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত।”
মাসুদ কামাল আরও বলেন, "এমনকি উপজেলা পর্যায়েও যদি কেউ করে থাকে, তারও শাস্তির আওতায় আনা উচিত।আমি পার্সোনালি মনে করি, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া উচিত।
সূত্র: https://tinyurl.com/3z5tm9pc
আফরোজা