ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে লাগতে পারে এক দশক!

প্রকাশিত: ১৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে লাগতে পারে এক দশক!

ছবি: সংগৃহীত।

রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য আজ (৮ ফেব্রুয়ারি) তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ফরাসি বিপ্লবের মতোই একাধিক ধাপে অগ্রসর হতে পারে।

তিনি উল্লেখ করেন, ফরাসি বিপ্লবের (১৭৮৯) পর এক দশকেরও বেশি সময় ধরে ফ্রান্স রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্য দিয়ে গেছে। সেই সময়কে চারটি প্রধান পর্বে ভাগ করা যায়:

১. গণপরিষদ ও রাজতন্ত্রের অবসান (১৭৮৯-১৭৯২)

বিপ্লবের সূচনার পর প্রথমে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। এরপর ১৭৯২ সালে রাজা ষোড়শ লুইকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্সকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।


২. সন্ত্রাসের রাজত্ব (Reign of Terror, ১৭৯৩-১৭৯৪)

১৭৯৩ সালে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়। এরপর রবেসপিয়েরের নেতৃত্বে চরমপন্থী শাসন কায়েম হয়, যেখানে হাজার হাজার মানুষকে শত্রু মনে করে হত্যা করা হয়। ১৭৯৪ সালে এই পর্বের সমাপ্তি ঘটে।


৩. পরিচালক পর্ষদ (Directory, ১৭৯৫-১৭৯৯)

১৭৯৫ সালে নতুন সংবিধান চালু হয় এবং পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ ক্ষমতা গ্রহণ করে।দুর্নীতি ও অদক্ষতার কারণে এটি জনপ্রিয়তা হারায় এবং সামরিক অভ্যুত্থানের পথ তৈরি হয়।


৪. নেপোলিয়নের ক্ষমতা গ্রহণ (১৭৯৯)

১৭৯৯ সালে নেপোলিয়ন বোনাপার্ট কূ দে তা (Coup d'état) করে পরিচালনা পর্ষদকে উৎখাত করেন এবং প্রথম কনসাল হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। এটি ফরাসি বিপ্লব-পরবর্তী বিশৃঙ্খলার অবসান ঘটায় এবং নেপোলিয়নের শাসন শুরু হয়।


পিনাকী ভট্টাচার্য দাবি করেন, ফরাসি বিপ্লবের পর প্রকৃত রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রায় ১০ বছর লেগেছিল। একইভাবে, বাংলাদেশের জুলাই বিপ্লবকেও এমন একাধিক ধাপ পেরিয়ে যেতে হবে।

তিনি বলেন, "আমাদের দেশেও একজন সাহসী, বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা আসবে। সেই অনাগত উজ্জ্বল নেতার আগমনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। গাজীপুরের ঘটনা সেই পরিবর্তনের সূচনা মাত্র।"

সায়মা ইসলাম

×