![হেফাজতে ইসলাম নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হেফাজতে ইসলাম নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/35-2502080938.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
ময়মনসিংহের গফরগাঁওয়ে হেফাজত ইসলাম নেতা ও ময়মনসিংহ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আশরাফুয যামানের বাড়িতে হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে বীর বখুরা গ্রামে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এম এ কাউসারের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় একদল সশস্ত্র লোক এম এ কাউসারের পাশের বাড়ি, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আশরাফুয যামানের বাড়িতে প্রবেশ করে, বাড়ির নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির জিনিসপত্র তছনছ করে, নগদ টাকা, মোবাইল এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় মাওলানা মুহাম্মদ আশরাফুয যামানের মোটর সাইকেলও ভাংচুর করা হয়।
হেফাজত ইসলাম নেতা মাওলানা আশরাফুয যামান বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, উমরাহ সফরে আমি যখন বাইতুল্লাহতে ঠিক জুমার নামাজ আদায় করছি, তখনই একদল সন্ত্রাসী দিনে দুপুরে বাংলাদেশ সময় ৩টার দিকে সশস্ত্র অবস্থায় হামলা করে আমার অসুস্থ মা ও স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে সব তছনছ করে লুট করে নিয়ে যায়। আমি রবের কাবার নিকট সব কিছু অর্পণ করে রেখেছি।
রেজা