![ড. ইউনূসকে জঙ্গি লিডার বানানোর চেষ্টা চলছে: প্রেস সচিব ড. ইউনূসকে জঙ্গি লিডার বানানোর চেষ্টা চলছে: প্রেস সচিব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৯-5-2502080919.jpg)
ছবি: সংগৃহীত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে সাম্প্রতিক এক বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ড. শফিকুল আলম দাবি করেছেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা একটি পূর্বপরিকল্পিত ন্যারেটিভ প্রচারের চেষ্টা করছে।
তিনি বলেন, আপনারা দেখছেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা বারবার প্রচার করছে যে ৩,০০০ পুলিশ নিহত হয়েছে। এছাড়া, তারা চেষ্টা করছে ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি লিডার’ হিসেবে চিহ্নিত করতে।
ড. শফিকুল আরও বলেন, এটি একটি পরিকল্পিত প্রচারণা, যেখানে ভারতীয় গণমাধ্যমও জড়িত। তারা কোটি কোটি ডলার ব্যয় করছে শেখ হাসিনার ন্যারেটিরগুলো প্রচারের জন্য।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা একটি নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, যাতে বিশ্ববাসীকে বোঝানো যায় যে, বাংলাদেশে যা ঘটেছে, তা গণঅভ্যুত্থান নয়, বরং বড় ধরনের ষড়যন্ত্র। এটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি গ্লোবাল অর্ডারের বাইরে কোনো ঘটনা।
ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি বলেন, ড. ইউনূস ছয় দশক ধরে বাংলাদেশের পাবলিক লাইফের অংশ। তার ক্যারিয়ারের প্রতিটি অধ্যায় সবার জানা। তবুও, তাকে একটি ভিন্ন রকমের ইতিহাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।
প্রেস সচিবের মতে, এই প্রচার মূলত একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে, যেখানে শেখ হাসিনা ও তার দল বাংলাদেশকে নিয়ে নিজেদের মনগড়া বক্তব্য বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়।
সায়মা ইসলাম