ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ভেঙে দিলো ছাত্র-জনতা

নিজস্ব সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর

প্রকাশিত: ১৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ভেঙে দিলো ছাত্র-জনতা

ছবি: দৈনিক জনকণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত 'বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ' পুলিশের বাধা উপেক্ষা করে এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার চৌরাস্তায় অবস্থিত স্বাধীনতা চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সম্বলিত স্মৃতি স্তম্ভটি আংশিকভাবে ভাঙচুর করা হয়। গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের দিন, একটি স্তম্ভের বঙ্গবন্ধুর প্রতিকৃতি আংশিকভাবে ভাঙচুর করা হয়েছিল। এবার কাঠামো ছাড়া সমস্ত অংশ ভেঙে ফেলেছে ছাত্র-জনতা।

গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্ধত বক্তব্যের প্রতিবাদে স্বৈরাচারী সরকারের স্মৃতিবিজড়িত স্থাপনাটি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও, বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যায়। এসময় তারা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চত্বরে অনেক উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

জানা গেছে, ২০১৪ সালে তৎকালীন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানের উদ্যোগে শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষণের জন্য ৫০ লাখ টাকায় এই স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে এই স্তম্ভটি প্রতিষ্ঠিত হয়।

ভাঙচুরের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও ছাত্রদল নেতা মোহাম্মদ জাকারিয়া বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। পালিয়ে যাওয়া খুনি হাসিনা ভারতের মাটিতে বসে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এর প্রতিবাদে এই ভাঙচুর।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, "উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রেজা

×