![গোপন মিটিং-এ কী পরিকল্পনা করছে আওয়ামী লীগ? জানালেন ইশরাক হোসেন গোপন মিটিং-এ কী পরিকল্পনা করছে আওয়ামী লীগ? জানালেন ইশরাক হোসেন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-37-2502080709.jpg)
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, এই দলের উচ্ছিষ্ট সন্ত্রাসীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গোপন মিটিং করে মানুষ হত্যার পরিকল্পনা করছে।
ইশরাক হোসেন বলেন, “আওয়ামী লীগ আপাদমস্তক একটি সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসী দল। এই দলের উচ্ছিষ্ট সন্ত্রাসীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গোপন মিটিং করে মানুষ হত্যার পরিকল্পনা করছে। এই উচ্ছিষ্ট সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করাটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য হওয়া উচিৎ। আর এদের সহযোগী প্রশাসনে থাকা গুপ্ত দোসরদের অবিলম্বে লাথি মেরে বের করে দেয় উচিৎ।"
তিনি আরও বলেন, “যারা ক্ষমতার মোহে বিএনপির চরিত্র হরণে ব্যস্ত ছিলেন, তাদের বলবো এখনও আপনাদের ধারণা নাই আওয়ামী লীগ কি জিনিস। মূল সমস্যা সমাধান না করে দৃষ্টি অন্যদিকে সরিয়ে ইতিমধ্যে অনেক সময় নষ্ট করে ফেলেছেন। জাতিকে বিভ্রান্তিতে ফেলে খুনি হাসিনা ও তার দোসরদের সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা সব সময়েই কঠোর ভাষায় বলে আসছি আওয়ামী লীগের গণহত্যার বিচার চাই। বিচার করার এখতিয়ার সরকারের। আগে সরকারকে বিচার নিশ্চিৎ করার কাজটি করুন।”
ইশরাক হোসেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতি তীব্র সমালোচনা করেছেন এবং সরকারের কাছ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আফরোজা