ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বুলডোজার ভাড়া করা ব্যক্তিদের নিয়ে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ১২:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বুলডোজার ভাড়া করা ব্যক্তিদের নিয়ে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,বুলডোজার ভাড়া করা ব্যক্তিদের শনাক্ত করে জাতির কাছে উপস্থাপন করা সরকারের দায়িত্ব।শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন তিনি। এই সভায় রাষ্ট্র পরিচালনায় সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "এটি ঘটানো হলেও, সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।" তিনি আরও বলেন, "সরকারের দায়িত্ব এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা।"

তিনি আরো যোগ করেন,"আইন সাধারণ মানুষের হাতে তুলে নিলে প্রশাসন অকার্যকর হয়ে পড়বে। এর ফলে, সরকার অকার্যকর হয়ে পড়বে।"

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিক্ষুব্ধ জনতা কারা? আইন-শৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা ঘটে, যেখানে বুলডোজার বা আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাড়া করা হয়, কিন্তু সরকারের দায়িত্ব তাদের শনাক্ত করা এবং জাতির কাছে উপস্থাপন করা।"

এখন, বিষয়টি সরকারের কৃতিত্ব বা ব্যর্থতা হিসেবে সামনে চলে এসেছে, যার জন্য সরকারের দায়িত্ব আরো স্পষ্ট হয়েছে।

সূত্র:https://tinyurl.com/msmpe3jc  

 

আফরোজা

×