ছবি সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ শুরু হয়, যা রাত সাড়ে ১২টা পর্যন্ত চলতে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পাস কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। তবে শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করছিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা চলছিল।
শুক্রবার রাতে প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিএসই বিভাগের কিছু উত্তেজিত শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ থামে।
সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আশিক