ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

প্রকাশিত: ০৮:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর- কাশিয়ানী আংশিক)  এম.পি প্রার্থী ঘোষণা করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী।

গোপালগঞ্জ এস কে কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মাজলিসুল মোফাসসেরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল হামিদকে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতেগোনা যে ক'জন আলেম সারাদেশে পরিচিত, তাদের একজন মাওলানা আব্দুল হামিদ। 

তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি মনে করি প্রার্থী হিসেবে তিনি যোগ্য ও মানুষ হিসেবে ভদ্র। আমি তার মঙ্গল কামনা করি

আফরোজা

×