ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে: আমিনুল হক

প্রকাশিত: ০৪:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘দেশ স্বাধীন হলেও, এখনো আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার দোসররা বহাল তবিয়তে রয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাটি ছিল ভাষাণটেক ও শেরে বাংলা নগর থানার মধ্যে।

আমিনুল হক বলেন, ‘যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং স্বাধীনতা পেয়েছে, তখন আমরা দেশের ক্রীড়াঙ্গনকেও স্বৈরাচার মুক্ত দেখতে চাই। ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে নতুনভাবে দেশীয় ক্রীড়াঙ্গনকে সাজানোর প্রত্যাশা রয়েছে আমাদের।’

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্রীড়া সংগঠনগুলোকে দলীয়করণ করে, খেলার মাঠগুলো দখল করে নানা স্থাপনা তৈরি করে তাদের ধ্বংস করেছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, ‘আমরা চাই, ক্রীড়া সংগঠনগুলোকে দলীয় প্রভাবমুক্ত করা হোক। এখনো ক্লাবগুলোতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির যে প্রভাব রয়েছে, তা মুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম ও মাহাবুব আলম মন্টু প্রমুখ।

সজিব

আরো পড়ুন  

×