ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

খালেদা জিয়া বই পড়ার ও উপহার দেয়ার আহ্বান জানিয়েছিলেন:প্রিন্স

নিজস্ব সংবাদদাতা,হালুয়াঘাট,ময়মনসিংহ।। 

প্রকাশিত: ০২:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

খালেদা জিয়া বই পড়ার ও উপহার দেয়ার আহ্বান জানিয়েছিলেন:প্রিন্স

 


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বায়ান্ন, একাত্তর, নব্বই ও চব্বিশের চেতনায় জ্ঞানভিত্তিক জাতি গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। সেজন্য শহর-গ্রাম ,সর্বত্র পাঠাগার আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

অনুষ্ঠানে তিনি বলেন সমাজে ও রাষ্ট্রে গণতন্ত্র এবং স্থিতিশীলতা না থাকলে সংস্কৃতির সুষ্ঠু চর্চা হয় না । 
সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে , তাই সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে হলে অবশ্যই সমাজে স্থিতিশীলতা এবং শৃঙ্খলা ও একই সাথে গণতন্ত্রের বিকাশ অত্যন্ত জরুরী ।

তিনি বলেন পাঠাগার আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে হবে পাঠাগার আন্দোলন মানে পাঠক তৈরির আন্দোলন । প্রতিটি গ্রামে নয় , প্রতিটি বাড়িতে বাড়িতে পাঠাগার সৃষ্টি করতে হবে ।পাঠাগার গণমানুষের বিশ্ববিদ্যালয় । চিন্তার দারিদ্র থেকে বের হতে হলে ,বই পড়তে হবে ও পাঠাগার আন্দোলন গড়ে তুলতে হবে ।পাঠাগার সামগ্রিক বিবেচনায়  মেধাবী  জাতি গড়ার করার কাজে বড় ভূমিকা পালন করে । বই জাতিকে আলোকিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ।
অনুষ্ঠানে এমরান সালেহ্ প্রিন্স  বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বই পড়ার ওপর গুরত্ব আরোপের কথা উল্লেখ করে বলেন , বেগম খালেদা জিয়া জনগণকে বই পড়ার ও  বই উপহার দেয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহবানে সকলকে বাস্তবায়ণ করতে হবে। 

হলুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিমুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, হলুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, পাঠাগারের উপদেষ্টা হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির । এছাড়াও হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কণ্ঠ শিল্পী কোনাল সংগীত পরিবেশন করেন।

সাজিদ

আরো পড়ুন  

×