ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এবার সচিবালয় অভিমুখে ’লং মার্চের’ হুশিয়ারি ছাত্র অধিকার পরিষদের। কী কারন?

প্রকাশিত: ২৩:০১, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

এবার সচিবালয় অভিমুখে ’লং মার্চের’ হুশিয়ারি ছাত্র অধিকার পরিষদের। কী কারন?

ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক বক্তৃতায় তিনি দাবি করেন, "জুলাই আন্দোলনে গণহত্যাকারী হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শহীদদের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সব কার্যালয়কে "জুলাই অভ্যুত্থানের সংগ্রহশালা" হিসেবে গড়ে তোলা উচিত। বিদ্রোহী ও বিপ্লবীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা আপনাদের বিপ্লবের বন্দুক যথাযথ জায়গায় ব্যবহার করুন। শুধু ধানমন্ডি ৩২ নয়, সারা দেশের আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেও কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? যদি না করে, তাহলে সচিবালয়ের দিকেই লং মার্চ করতে হবে।"

তিনি স্পষ্ট বার্তা দেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে উল্টো বিপ্লবীদের দমন করার চেষ্টা করলে, তাদের বাড়ির একটি ইটও অবশিষ্ট থাকবে না।"

এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। তবে, তার এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসিফ

×