![নড়াইলে এমপি কবিরুল হকের বাড়ি ও আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নড়াইলে এমপি কবিরুল হকের বাড়ি ও আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/213-2502071555.jpg)
ছবিঃ : দৈনিক জনকণ্ঠ
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করে। এর পরপরই উত্তেজিত ছাত্র-জনতার একটি দল কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর এমপি কবিরুল হক মুক্তির বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভানোর কাজ চলছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, যখন আওয়ামী লীগ অফিসে হামলা ও এমপি মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে, তখন আমাদের সভা শেষ পর্যায়ে ছিল। কারা এই কাজ করেছে, তা আমরা জানি না। এ ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
ভাঙচুরের শিকার এসব স্থাপনার মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫২ থেকে ৭১ স্মৃতি ফলক ও বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল, সদর উপজেলা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল, নড়াইল পৌরসভার গেটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সামনে ৫২ থেকে ৭১ স্মৃতি ফলক।
এই হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রেজা