ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা-গুম-খুনের বিচার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, স্বৈরাচারের বিচার না হলে দেশের মানুষ কোনদিনই মুক্তি পাবে না। বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মন্তব্য করেন দলটির নেতারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) এক আলোচনা সভায় এসব কথা বলেন দলটির নেতারা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেছেন, যদি কেউ আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের চেষ্টা করে থাকে, তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই বিএনপি কোন ছোট দল না যে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। বিএনপি বিএনপির জায়গাতেই ছিলো, আমরা কারও দয়া নিয়ে রাজনীতি করিনা।
বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছেন এদের থামানোর চেষ্টা করা। এদের থামাতে হবে। নইলে আমি মনে করি এটা দেশের জন্য অশনি সংকেত। এ অশনি সংকেত ও এ বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের।
তাবিব