ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

গণপিটুনি খেয়ে পুলিশের হাতে সাকিব ভাই

প্রকাশিত: ২১:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

গণপিটুনি খেয়ে পুলিশের হাতে সাকিব ভাই

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। তিনি চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জানা গেছে, সাকিব 'কিশোর গ্যাং' এর প্রধান হিসেবে পরিচিত ছিলেন, এবং ছোট-বড় সবাই তাকে 'সাকিব ভাই' বলে সম্বোধন করতে বাধ্য হতেন। 

উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

অনেকেই তাকে ‘রেন্ডম সাকিব’ নামেও ডাকতো। কারণ-অকারণে তার মারধরের শিকার হয়েছেন অনেকেই। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাকিবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত। তিনি জানান, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি চালানো হয়।

সাকিব হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলি এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা সেলিম ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব দীর্ঘদিন ধরে ‘কিশোর গ্যাং’ চালিয়ে আসছিলেন এবং ‘রেন্ডম সাকিব’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি ছোড়া।

মুহাম্মদ ওমর ফারুক

×