ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ চায় সংগঠনটি

প্রকাশিত: ২০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ চায় সংগঠনটি

ছবি : সংগৃহীত

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান।

হেফাজতের অভিযোগ: "রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন"

বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাবেক প্রধানমন্ত্রীর কথিত পদত্যাগপত্র পাওয়ার কথা রাষ্ট্রীয় ভাষণে স্বীকার করলেও পরে এক সাক্ষাৎকারে তা অস্বীকার করেছেন। এতে তিনি স্ববিরোধিতার পাশাপাশি শপথ ভঙ্গ করেছেন।”

তারা আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনার বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে আমরা 'জুলাই বিপ্লবের' শত্রু মনে করি এবং তাকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।”

৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলে হেফাজতের সমর্থন

হেফাজত ইসলাম অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, “৭ মার্চ ও ১৫ আগস্টের মতো 'ফ্যাসিস্ট দিবস' বাতিল করায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।”

তারা আরও বলেন, “স্বাধীনতার পর শেখ মুজিব একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করেন, রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের হত্যা করেন এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করেন।”

‘গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক’

হেফাজতের নেতারা দাবি করেন, "বিডিআর হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বর, ২০২১ ও ২০২৪ সালের ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।"

তারা আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় তারা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, যার ফলে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে হেফাজতের এই বিবৃতি নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দেয়।

মো. মহিউদ্দিন

×