![দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে যে দাবি করলেন ফয়জুল করীম দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে যে দাবি করলেন ফয়জুল করীম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/206-2502071426.jpg)
ছবিঃ : ভিডিও থেকে সংগৃহীত
দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টনের প্রয়োজনীয়তার কথা বলেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, ‘যদি কেউ দুঃখী হয়, তার দুঃখে আমরা সবাই দুঃখী হব। যদি কেউ সুখী হয়, তার সুখে আমরা সবাই সুখী হব।
হাসবো সবাই মিলেমিশে, কাঁদবো সবাই মিলেমিশে। সবার সঙ্গে মিলেমিশে খাব, একসঙ্গে সংগ্রাম ও আন্দোলন করবো।এই দেশটা আমরা সবাই মিলে রক্ষা করবো।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসন দেখেছে দেশ। কিন্তু প্রতিবারই ক্ষমতাসীনরা একক আধিপত্য বিস্তার করে স্বৈরাচারী হয়ে উঠেছে। জনগণ বহুবার শাসক পরিবর্তন করলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি উল্লেখ করেন, কোনো সরকারই জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। একক দলীয় সরকার গঠিত হলে ক্ষমতার অপব্যবহার সহজ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। তাই দেশে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে আনুপাতিক আসন বণ্টনের ব্যবস্থা প্রয়োজন।
এই পদ্ধতির মাধ্যমে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, যা রাজনৈতিক ভারসাম্য ও গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।
রেজা