ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

৫৪ বছর ধরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আমির

প্রকাশিত: ১৯:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

৫৪ বছর ধরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছর ধরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ সুকৌশলে দেশে বিভক্তি সৃষ্টি করেছে, যার ফলে জাতীয় ঐক্য সম্ভব হয়নি।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। প্রশাসন, বিচারব্যবস্থা সবকিছুই তাদের হাতে বিপর্যস্ত হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ পাহাড়িদের বাঙালি পরিচয় চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিভক্তির সূচনা করে, যা আজও চলছে। যতদিন এই বিভক্তি থাকবে, ততদিন জাতীয় ঐক্য সম্ভব হবে না।

 

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে 'গডফাদার' বলে আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। এক সময় জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে নারায়ণগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আযম মারা গেছেন, কিন্তু যিনি তাকে বাধা দিয়েছিলেন, সেই গডফাদার কোথায়?

জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।

জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

তাবিব

×