![শামীম ওসমান পরিবারের চাষাঢ়ার ‘বায়তুল আমান’ ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত, উৎসুক জনতার ভিড় শামীম ওসমান পরিবারের চাষাঢ়ার ‘বায়তুল আমান’ ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত, উৎসুক জনতার ভিড়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/2-2502071224.jpg)
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত ও আওয়ামী লীগের জন্মস্থান দাবি করা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার শামীম ওসমান পরিবারের সেই ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার ভোর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বায়তুল আমান ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন।
শুক্রবার সকাল থেকে অনেককেই ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে রড, দরজা-জানালাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। বায়তুল আমান ভবনটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ওই ভবনটি নিয়ে এখন শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একাধিক সভা অনুষ্ঠিত হয়। এই বাড়িতেই আওয়ামীলীগের জন্ম হয়েছে বলে ওসমান পরিবার দাবী করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতটার দিকে বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া শুরু হয়। ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৩৯ সালে বায়তুল আমান ভবনটি তৈরি করা হয়েছিল। এ ভবনটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় ছিল। এমনকি গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুথানের পরও সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি সেলিম ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাংচুরের পরও বায়তুল আমান ভবনটি অক্ষত থাকে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল এসে বুলডোজার দিয়ে ভবনটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শাখাওয়াত হোসেন খানসহ মহানগরের নেতাকর্মী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর এটি দেখতে দুর-দুরান্ত থেকে লোকজন এসে ভিড় করছেন। এ সময় এ ভবনের ধ্বংসস্তূপ থেকে কেউ কেউ রড, দরজা-জানালার অংশ বিশেষ, কাঠ ও লোহাসহ নানা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে। এদিকে এতোদিন অক্ষত থাকা এ ভবনটি গুড়িয়ে দেয়ার পর নারায়ণগঞ্জ শহরজুড়ো এ বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
মোঃ খলিলুর রহমান/মো. মহিউদ্দিন