ছবি: সংগৃহীত
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, “বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে এ সমস্ত কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। কোনো দায়িত্বশীল নাগরিক এসবের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না।”
তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে তিনি গত ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি ও লুটপাটের বিচার দাবি করেছেন। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনের সময় সংঘটিত ঘটনাগুলোর জন্য দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “পাচারের অর্থ, লুটপাটের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে হবে। নিরীহ জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।”
আসিফ