ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম এলএলবি'র চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কেন্দ্রটিতে যায়। সেখানে পরীক্ষার ৩০ মিনিটের মাথায় শিক্ষার্থীরা হলে প্রবেশ করে তাকে বের করে নিয়ে যায়। পরে তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মারধরের সময় উত্তেজিত ছাত্র-জনতা মাসুমকে প্রশ্ন করে, 'আর জীবনে মারধর করবি?' মারধর চলাকালে মাসুম উত্তেজিত জনতাকে জানান, 'আর জীবনেও না, আর জীবনেও না। ভাই, আমি ১২ বছর ধরে রাজনীতির বাইরে।'
কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, 'তাকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে শীঘ্রই আদালতে প্রেরণ করা হবে।'
উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মুহাম্মদ ওমর ফারুক