ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

চলমান সংঘাতের মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস দিলেন সাংবাদিক ইলিয়াস

প্রকাশিত: ১৭:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চলমান সংঘাতের মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস দিলেন সাংবাদিক ইলিয়াস

ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের হামলা বরদাস্ত করা হবে না।

স্ট্যাটাসে ইলিয়াস হোসেন উল্লেখ করেন, "অনেক সেনা ক্যাম্পে নাকি বিপন্ন হিন্দু জনগোষ্ঠী ফোন করছে আশঙ্কা জানিয়ে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্ত থাকুন, দুর্বৃত্তরা আপনাদের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের রুখে দিন। আমরা একসাথে এই দুর্বৃত্তদের রুখে দেবো। হিন্দুরা আমাদেরই ভাই, এই দেশে ধর্মের নামে কোনো হামলা মেনে নেওয়া হবে না।"

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই স্ট্যাটাসকে ধর্মীয় সম্প্রীতি রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাও তার বক্তব্যের প্রশংসা করেছেন।

বাংলাদেশ বরাবরই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। তবে বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতে ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করলে তা ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসিফ

×