![জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-07-at-52024-PM-2502071121.jpg)
ছবি: বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম'কে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর আব্দুচ সালাম আজাদ।
সংশ্লিষ্টদের তথ্যমতে, আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। সংসদ নির্বাচন'কে ঘিরে রাজনৈতিক দলগুলো সংগঠনে গতিশীলতা বাড়াতে কাজ শুরু করেছে। জামায়াতে ইসলামীর দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম'কে প্রার্থী ঘোষণা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের আমীর আব্দুস সালাম আজাদ জানান, জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম'কে প্রার্থী ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সাতটি উপজেলায় কমিটি গঠন'সহ নির্বাচনী কর্মকান্ড চলমান রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘ একযুগেরও বেশি সময় পর বান্দরবান আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় অন্যান্য রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছেন। জেলার নাইক্ষ্যংছড়ি, লামা এবং সদর উপজেলায় জামায়াতের আলাদা ভোট ব্যাংক রয়েছে। বিএনপি ও আওয়ামীলীগের পর বান্দরবান জেলায় জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের অবস্থান তৃতীয়।
আসিফ